Header Ads

আরব উপদ্বীপের ভৌগােলিক অবস্থা

  আরব উপদ্বীপের ভৌগােলিক অবস্থা

আরবের অবস্থান ইসলাম প্রচারের প্রান কেন্দ্র আরব ভূখন্ডের তিনদিকে জলরাশি এবং একদিকে বিস্তীর্ন মরুময়, আর তিনদিকে জল 

এবং অন্যদিকে স্থল বলে ইহাকে উপদ্বীপ বলে '


আরবের সীমা দ্বীপের সীমা হল; উত্তরে সিরিয়া, ইরাক, ফিলিস্তিন জডানদক্ষিনে আরব সাগর ভারত মহাসাগারপূর্বে পারস্য সাগর ওমান সাগর । পশ্চিমেলােহিত সাগর, সুয়েজ প্রনালী রােম সাগর। 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3571246614747302" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3571246614747302" data-ad-slot="1188939841"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>

' আরবের আয়তন লােকসংখ্যা আরব উপদ্বীপের আয়তন প্রায়৯২ লাখ বর্গমাইল যা দৈর্ঘ্যে প্রায় ১৫শ' মাইল এবং প্রস্তে ৬শ' মাইল এর মধ্যে সৌদ্বী আরবের আয়তন ৯ লক্ষ ২৭ হাজার বর্গমাইলােকসংখ্যা, মরুভূমি আর পাহাড়ী অঞ্চলবলে বিশাল উপদ্বীপের লােক সংখ্যা কমএখানে মাত্র কোটি ২০ লাখ মানুষ, প্রতি বর্গ মাইলে মাত্ত ৭জন লােক বাস করে। 

No comments

Powered by Blogger.