আরব উপদ্বীপের ভৌগােলিক অবস্থা
আরব উপদ্বীপের ভৌগােলিক অবস্থা
আরবের অবস্থান ও ইসলাম প্রচারের প্রান কেন্দ্র আরব ভূখন্ডের তিনদিকে জলরাশি এবং একদিকে বিস্তীর্ন মরুময়, আর তিনদিকে জল
এবং অন্যদিকে স্থল বলে ইহাকে উপদ্বীপ বলে । '
আরবের সীমা ঃ এ দ্বীপের সীমা হল; উত্তরে ও সিরিয়া, ইরাক, ফিলিস্তিন ও জডান। দক্ষিনে ও আরব সাগর ও ভারত মহাসাগার। পূর্বে ও পারস্য সাগর ও ওমান সাগর । পশ্চিমে ঃ লােহিত সাগর, সুয়েজ প্রনালী ও রােম সাগর।
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3571246614747302" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3571246614747302" data-ad-slot="1188939841"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
' আরবের আয়তন ও লােকসংখ্যা ঃ আরব উপদ্বীপের আয়তন প্রায়। ৯২ লাখ বর্গমাইল । যা দৈর্ঘ্যে প্রায় ১৫শ' মাইল এবং প্রস্তে ৬শ' মাইল । এর মধ্যে সৌদ্বী আরবের আয়তন ৯ লক্ষ ২৭ হাজার বর্গমাই। লােকসংখ্যা, মরুভূমি আর পাহাড়ী অঞ্চলবলে এ বিশাল উপদ্বীপের লােক সংখ্যা কম। এখানে মাত্র ১ কোটি ২০ লাখ মানুষ, প্রতি বর্গ মাইলে মাত্ত ৭জন লােক বাস করে।
No comments